নিউটন, ভলতেয়ার এবং!
এমিলি দ্যু শাতেলি, জন্ম ১৭ ডিসেম্বর, ১৭০৬ — মাতৃত্বজনিত কারণে মৃত্যু ১০ সেপ্টেম্বর, ১৭৪৯। তেতাল্লিশ বছরের জীবন। দার্শনিক, গণিতজ্ঞ, অনুবাদক। জীবদ্দশায় তাঁর নাম এবং অবদানের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভলতেয়ার, আইজ্যাক নিউটন, জোহানন বার্নৌলি, এমনকি লিওনহার্ড অয়লারের নাম। এঁদের প্রত্যেককে, তাঁর অবদানের মাধ্যমে কোনও না কোনও ভাবে সমৃদ্ধ করেছিলেন এমিলি, অথচ বহুদিন অবধি তাঁর পরিচয় সীমাবদ্ধ ছিল কেবল ভলতেয়ারের সঙ্গিনী হিসেবে।নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১২)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 March, 2021 | 838 | Tags : Émilie du Châtelet Voltaire Isaac Newton Law of Consevation of Energy Series on Female Scientists